Samba Dashami: শাম্ব দশমীর দিন সূর্য উপাসনা করলে মেলে শুভ ফল! এই দিনের বিশেষ গুরুত্ব জানুন!

Worshiping the sun on Samba Dashami brings good results: প্রতি বছর পৌষ মাসের শুক্ল পক্ষের দশমী তিথি দিনটি মহা আড়ম্বরের সঙ্গে সূর্য দেবতার আরাধনা সম্পন্ন করেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষরা। বিশেষ করে ওড়িশাতে এই দিন শাম্ব দশমী (Samba Dashami) হিসাবে পালিত হয় এবং পুজো করা হয়। তবে শাম্ব দশমী তিথির পুজো নিয়ে পুরাণে বিশেষ একটি পৌরাণিক ঘটনা উল্লেখ পাওয়া যায়। সূর্য পুরাণের অধীনস্থ শাম্ব পুরাণ অনুসারে জানা যায় শ্রী কৃষ্ণ ও তার পত্নী জাম্ববতীর পুত্র ছিলেন শাম্ব। সৌন্দর্যের দিক থেকে শ্রীকৃষ্ণের অন্যান্য সকল পুত্রদের মধ্যে তাকেই শ্রেষ্ঠ হিসেবে ধরা হত।

পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় কোনো একদিন অন্তঃপুরে শ্রীকৃষ্ণ তার অপর পত্নী সত্যভামার সঙ্গে ব্যস্ত থাকাকালীন মহা ঋষি দুর্বাসা কৃষ্ণের প্রাসাদে আসেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে চান। ঋষি দুর্বাসার অভিশাপের ভয়ে কৃষ্ণ পুত্র শাম্ব অন্তঃপুরে শ্রীকৃষ্ণকে ডাকতে যান। কিন্তু তার ডাক শুনে ক্রুদ্ধ হন শ্রী কৃষ্ণ। শুধু তাই নয় তিনি শাম্বকে কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার অভিশাপ প্রদান করেন। এই অবস্থায় ঋষি দুর্বাসা শাম্বকে পরামর্শ দেন কোনার্কে অবস্থান করে সূর্য দেবের আরাধনা করার জন্য।

ঋষির পরামর্শ মেনে সূর্য দেবের আরাধনা সম্পন্ন করেন শাম্ব। সূর্য দেবের কৃপায় মাঘ সপ্তমী তিথিতে কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেয়ে নিজের আগের রূপ ফিরে পান। এই সময় থেকেই নিজের শরীরকে রোগমুক্ত রাখতে সূর্য প্রণাম ও সূর্য পুজো করার রীতি প্রচলিত হয়ে আসছে। সূর্যের সাথে এদিন পূজিত হন সূর্য পত্নী সন্ধ্যা। এ দিন প্রতিটি বাড়িতেই সূর্যের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়। বাড়ির মহিলারাও দিনে তিন বার ভোগ নিবেদনের মাধ্যমে শাম্ব দশমী (Samba Dashami) পালন করে তাদের সন্তানদের মঙ্গল কামনা করেন।

প্রচলিত লোক বিশ্বাস অনুসারে এই শাম্ব দশমীর (Samba Dashami) দিন সূর্য দেবের আরাধনা করলে সূর্যের কৃপাতে সকল প্রকার দুঃখ দুর্দশা বিনষ্ট হয়। সেই সঙ্গে এই বিশেষ দিন সূর্য দেবের আরাধনা করলে ও তাকে ভোগ নিবেদন করলে সেই ভক্ত সুখ সমৃদ্ধি লাভ করেন। উজ্জ্বল ভবিষ্যত তার সঙ্গী হয়। শুধু তাই নয়, ধর্মীয় সংস্কৃতি মেনে এই দিনটিকে পালন করলে ব্যাক্তির ধর্মগত বোধ ও আধ্যাত্মিকতার বোধ জাগ্রত হয়।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?