Mahadev on Shivaratri: মহাদেবকে শিবরাত্রির দিন অবশ্যই নিবেদন করুন এই জিনিসগুলো; ফল পাবেন হাতেনাতে

If you offer these things to Mahadev on Shivaratri, you will get results in hand: মহাশিবরাত্রি (Mahadev on Shivaratri) হল এমন একটি দিন যার গুরুত্ব হিন্দুধর্ম ও জ্যোতিষশাস্ত্রে অপরিসীম। গোটা দেশ অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য। শিব ভক্তরা নিয়ম নিষ্ঠা করে এই দিনটি পালন করে নিজেদের মনোবাসনা পূর্ণ করার জন্য। মহাদেবকে তুষ্ট করার জন্য সবাই এই দিনটি তার আরাধনা করে। দেবতাকে ফুল, বেল পাতা, নানা রকমের ভোগ নিবেদন করা হয়। খুব অল্প জিনিসে তিনি সন্তুষ্ট হয়ে যান কিন্তু তাকে সন্তুষ্ট করা মুখের কথা নয়। ৮ মার্চ শুক্রবার আড়ম্বরের সঙ্গে দেশজুড়ে পালিত হবে মহা শিবরাত্রি উৎসব।

এই বিশেষ দিনে কোন কোন জিনিস নৈবেদ্য হিসাবে মহাদেবকে দেওয়া উচিত তা আপনাদের জেনে নিতে হবে। সবকিছুতেই মহাদেব সন্তুষ্ট হন না তাই তার প্রিয় জিনিসগুলো আজকের প্রতিবেদনে আলোচনা করা হবে। এগুলি দিলে শিব ঠাকুর খুব খুশি হন। এতে আপনার আর্থিক দিকেও উন্নতি হবে। জীবনে সফলতা অর্জন করতে পারবেন আপনি। শিবরাত্রির দিন মহাদেবকে (Mahadev on Shivaratri) এই জিনিসগুলো দিয়ে তার আশীর্বাদ লাভ করতে পারবেন।

মহাদেব খুবই পছন্দ করেন দুধ ও দুধের তৈরি খাদ্য, তাই এই বিশেষ দিনে তাকে নিবেদন করতে পারেন এই ধরনের জিনিসগুলো। কারণ দুধ ভোলেবাবার খুব প্রিয়। এছাড়াও আপনি মাখন নিবেদন করতে পারবেন অথবা দুধের তৈরি ক্ষীর দিতে পারেন। পাশাপাশি আপনি চাইলে দুধের তৈরি নানান ধরনের মিষ্টি ভগবান শিবকে নিবেদন করতে পারেন। দুধ নিবেদন করলে কিংবা দুধের তৈরি জিনিস নিবেদন করলে মহাদেবের আশীর্বাদ সর্বদা আপনার উপর বজায় থাকবে।

মহা শিবরাত্রির (Mahadev on Shivaratri) দিন শিব ঠাকুরকে ফল নিবেদন করতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে সেই ফল যাতে বাসি না হয়। সর্বদাই মহাদেবকে তাজা ফল দেবেন। আপেল, আঙ্গুর, আনারস ইত্যাদি দিতে পারেন। তাহলে কিন্তু ভোলেবাবা খুব খুশি হবেন। তার কৃপায় আপনার জীবনে সফলতা লেগেই থাকবে।

আরো পড়ুনঃ শিবরাত্রির দিন ভুলেও মহাদেবকে নিবেদন করবেন না এই পাতা; হতে পারে ঘোর অমঙ্গল

এছাড়াও আপনি ভগবান শিবকে মালপোয়া নিবেদন করতে পারেন। শিবরাত্রিতে যদি মালপোয়া বানিয়ে মহাদেবকে নিবেদন করেন তার ফল আপনি হাতেনাতে পাবেন। মহা শিবরাত্রির (Mahadev on Shivaratri) দিন আপনি ভগবান শিবকে ক্ষীর ভোগ হিসাবে দিতে পারেন। পাশাপাশি মধু এমন একটি জিনিস যা মহাদেবের খুব পছন্দের। তাই নৈবেদ্য হিসাবে তাকে অবশ্যই এই জিনিসটি দেওয়া যায়। আপনি দেবতাকে মধু দিয়ে এদিন স্নান করানোর পাশাপাশি তাকে কিন্তু মধুও ভোগ হিসেবে নিবেদন করবেন। প্রত্যেকটি মিষ্টির উপরেও আপনি মধু ছিটিয়ে দিতে পারেন।

আরো পড়ুনঃ আপনিও কি লাভ করতে চান শিব-সিদ্ধযোগ? তাহলে জেনে নিন সঠিক সময়

আপনি মহাদেবকে শিবরাত্রির (Mahadev on Shivaratri) দিন নৈবেদ্য হিসেবে লাড্ডু, হালুয়া, মোদক নানা ধরনের মিষ্টি, দই ইত্যাদি নিবেদন করতে পারেন। কিন্তু একটি বিষয় সর্বদা মনে রাখতে হবে মহা শিবরাত্রিতে শিবের পুজো করার সময় অবশ্যই তাকে কিন্তু বেল পাতা নিবেদন করবেন। কারণ তিনি সামান্য বেল পাতাতেই তুষ্ট। বেলপাতা শিবের খুব প্রিয়। এটি দিলে তিনি খুব খুশি হন।