Leaf to Mahadev: শিবরাত্রির দিন ভুলেও মহাদেবকে নিবেদন করবেন না এই পাতা; হতে পারে ঘোর অমঙ্গল

If you offer this leaf to Mahadev on Shivaratri day, you may get bad luck: মহাশিবরাত্রি হল প্রত্যেকটি হিন্দুধর্মের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। সারা বছর মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে। চলতি বছরে মহা শিবরাত্রি পালন করা হবে ৮ ই মার্চ। এ বিশেষ দিনে তৈরি হতে চলেছে একগুচ্ছ যোগ। পাশাপাশি এই বিশেষ দিনে ঘটতে চলেছে চারটি কাকতালীয় ঘটনা। যদি এই বিশেষ দিনে আপনি মহাদেবের (Leaf to Mahadev) রুদ্রাভিষেক করেন তাহলে অবশ্যই তিনি আপনার উপরে নিজের আশীর্বাদ বজায় রাখবেন।

হিন্দু শাস্ত্র মতে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রির ব্রত পালন করা হয়। ভক্তরা নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য এবং শিব ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য এই পুজো করে থাকেন। এই বিশ্বাস দিনে ভক্তরা বিভিন্ন রকম জিনিস ভগবান শিবকে নিবেদন (Leaf to Mahadev) করে থাকেন। কিন্তু সবেতেই কি ভগবান সন্তুষ্ট হন? আসুন আজকের প্রতিবেদনে জেনে নিই কোন কোন জিনিস কখনোই ভগবানকে নিবেদন করা উচিত নয়।

মহান পন্ডিতের মতে, মহা শিবরাত্রিতে ভগবান শিবকে অনেক কিছুই নিবেদন করতে হয়। কিন্তু ভক্তদের কিছু কিছু বিষয় সতর্ক থাকা উচিত। এমন কিছু জিনিস কখনোই নিবেদন করা উচিত না যাতে ভগবান রুষ্ট হন। ভগবান শিবকে তুষ্ট করার জন্য ভক্তরা ঘি, মধু, দুধ, দই, আকন্দ ফুল, বেলপাতা, ধুতুরা ফুল, মিষ্টান্ন প্রভৃতি জিনিস নিবেদন করে থাকেন। এর ফলে ভগবান সন্তুষ্ট হয়ে ভক্তদের আশীর্বাদ প্রদান করেন।

আরো পড়ুনঃ ব্যবসাতে অর্থই হলো শেষ কথা! বিস্তারিত জানতে পড়ুন আজকের প্রতিবেদনটি

বেলপাতা (Leaf to Mahadev) হল এমন একটি জিনিস যা মহাদেবের খুবই পছন্দের। কথায় আছে শিবকে সন্তুষ্ট করতে গেলে শুধুমাত্র একটি বেল পাতাই যথেষ্ট। তাই এই জিনিসটির মাহাত্ম্য অনেকটাই বেশি। শিবরাত্রিতে ভগবান শিবকে অবশ্যই বেলপাতা নিবেদন করবেন, এতে তার আশীর্বাদ আপনার ওপর সর্বদা বজায় থাকবে এমনটাই হিন্দু শাস্ত্রের সবার বিশ্বাস।

আরো পড়ুনঃ দুই গ্রহণে বদলে যাবে এই তিন রাশির ভাগ্য; অপেক্ষা করছে নতুন চমক

এমন একটি জিনিস আছে যা কখনোই ভগবান শিবকে নিবেদন করা উচিত নয়। এতে আপনার জীবনে এবং পরিবারে নেমে আসতে পারে ঘোর বিপর্যয়। তুলসী পাতা (Leaf to Mahadev) কোনদিনও ভগবান শিবকে নিবেদন করবেন না এতে তিনি রুষ্ট হবেন। একবার যদি তিনি রুষ্ট হন তাহলে আপনার জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল। বেলপাতার সঙ্গে কখনোই তুলসীপাতা মহাদেবকে প্রদান করবেন না এ বিষয়ে সতর্ক থাকতে হবে সমস্ত ভক্তদের।