Makar Sankranti tips 2024: কেটে যাবে দুঃখ কষ্ট, আসবে সুখের জোয়ার! মকর সংক্রান্তিতে বাড়ির পূর্বদিকে রাখুন এই জিনিস

If you follow these tips on Makar Sankranti, you will get rid of sorrows: আসছে মকর সংক্রান্তি। ধর্মীয় উৎসবগুলির অন্যতম উৎসব এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। জ্যোতিষ শাস্ত্র মতে, সূর্য গ্রহ এই সময় ধনু রাশি থেকে মকর রাশিতে বিচরণ করে। তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়। এই দিনে সূর্যদেবের উপাসনা করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। শুধু তাই না, জীবনের নানা সংকট কাটাতে এই মকর সংক্রান্তির এক বিশেষ টিপস (Makar Sankranti tips 2024) রয়েছে। যা জীবনের সব সমস্যার মুশকিল আসান হয়ে দাঁড়ায়। শুধু বাড়ির পূর্ব দিকে রাখতে হবে এক বিশেষ জিনিস। কি সেই জিনিস জেনে নিন।

মূলত দেশের বিভিন্ন জায়গায় এই মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। অঞ্চলভেদে ভিন্ন রীতি-নীতিতে পালন করা হয় এই উৎসব। পাশাপাশি ভিন্ন নামেও পরিচিত এই উৎসব। কোথাও খিচড়ি, কোথাও পোঙ্গল প্রভৃতি। নিয়ম-রীতিও রয়েছে আলাদা। কোথাও ঘুড়ি ওড়ানোর পরব, লক্ষ্মী পূজা, পিঠে-পুলি-পায়েস রন্ধন, আমার কোথাও ধান তোলার উৎসব হয় এই উৎসবকে ঘিরে। এছাড়াও এই বিশেষ দিনে বাস্তুশাস্ত্রের বিশেষ টোটকাও রয়েছে। যা মানলে বাড়িতে ইতিবাচক শক্তি প্রসার ঘটে। তাই সময় নষ্ট না করে সুখ-সমৃদ্ধি বৃদ্ধিতে মানুন মকর সংক্রান্তির এই টোটকা (Makar Sankranti tips 2024)। সুখের জোয়ার বইবে পরিবারে।

বাস্তুশাস্ত্র মতে, মকর সংক্রান্তি দিনটি বিশেষত সূর্যদেবের দিন। এদিন অনেকেই পুণ্য লাভে গঙ্গাস্নান করেন। সূর্যদেবের পূজার্চনা করেন। এর পাশাপাশি এই বিশেষ দিনে যদি বাড়ির পূর্বদিকে রাখেন এই বিশেষ জিনিস ধ্বংস হবে নেতিবাচকতা। আগমন ঘটবে পজিটিভ এনার্জির। কি সেই বিশেষ জিনিস?

বাড়ি পূর্ব দিকে যে জিনিস রাখবেন

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির পূর্বদিকে রাখুন ৭ ঘন্টা যুক্ত একটি তামার সূর্য। মকর সংক্রান্তিতে (Makar Sankranti tips 2024) লাল সুতো দিয়ে এই বিশেষ জিনিস বাঁধুন বাড়ির পূর্ব দিকের জানালায়। যাতে সূর্যের আলো সেই তামার সূর্যে পরে বাড়ির মধ্যে প্রতিফলিত হয়। যা পরিবারে শুভ প্রভাবের সঞ্চার ঘটাবে। প্রত্যুষের হওয়ার দুলবে সাত ঘন্টা। যা সূর্যের রথের সাত ঘোড়ার প্রতীক। বাড়ির মধ্যে যত এই ঘণ্টার আওয়াজ ধ্বনিত হবে ততই সেই পরিবারে নেগেটিভ এনার্জির বিনাশ ঘটবে। আয় উন্নতির পথ প্রশস্থ হবে। কেটে যাবে জীবনের সমস্ত সংকট। পাওয়া যাবে সূর্য দেবতার আশীর্বাদ। এর পাশাপাশি এদিন গঙ্গা জলে স্নান করে তামার ঘটিতে জল নিয়ে সূর্য মন্ত্র, গায়ত্রী মন্ত্র জপ করে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করতে পারেন। সূর্যের কৃপায় জীবনে আসবে সুখ-সমৃদ্ধি।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?